বিএনপির নেতা–কর্মীদের রোষ থেকে বাঁচাতে কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে পাঁচলাইশ থানা পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। এ সময় নেতা–কর্মীরা থানা ঘেরাও করে স্লোগান দেন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রোষের মুখে পড়েন। আজ সোমবার বেলা আড়াইটার সময় নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।
নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।
কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দিন ছবি: সংগৃহীত
পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বর্তমানে কোথায় কর্মরত আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আবার কী কারণে পাসপোর্ট অফিসের সামনে এসেছেন, তার সঠিক কারণও জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পাসপোর্ট–সংক্রান্ত কাজে এখানে এসে থাকতে পারেন।
নেজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।
এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন