অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা জলি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে তার আগমন। এরপরে ‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছে তাকে।দীর্ঘদিন ধরেই তাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। কোথায় হারালেন নায়িকা জলি? সর্বশেষ জানা যায়, স্বামী-সংসার-সন্তানকে সময় দিতে চলচ্চিত্র থেকে দূরে আছেন এই নায়িকা। তবে তিনি আবারো রুপালি পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জলি। জলি বলেন, সন্তান হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত সময় কাটছে। কিছুটা শারীরিক পরিবর্তনও এসেছে। তবে কিছুদিন ধরে জিম করে ওজন অনেকটাই কমিয়েছি। নতুন করে কাজে ফিরতে চাই। জলি আরও বলেন, ‘নিজেকে তৈরি করে খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরতে চাই। এরমধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’ ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে আবেদনময়ী জলির ঢাকাই সিনেমায় অভিষেক হয়।জলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডেঞ্জার জোন’। বাপ্পির বিপরীতে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!