অনলাইন ডেস্ক :
কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই- ‘ব্যচেলর পয়েন্ট’ নাটকের অন্যতম জনপ্রিয় চরিত্র। নাটকটির ‘সিজন থ্রি’ শেষ হওয়ার পর সিজন ফোর নির্মাণের জন্য দর্শকরা চরম আবদার জানিয়েছেন। এমনকি পরিচালক কাজল আরেফিন অমির নামে মামলাও করেছেন সেই সাথে হয়েছে মানববন্ধন। এবার সেই ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলরদের দল বেঁধে দেখা গেলো বিমানবন্দরে। ফেসবুকে বিমানবন্দরে পুরো টিমের ছবি শেয়ার করেছেন নির্মাতা অমি। ছবিতে আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। ছবির ক্যাপশনে অমি লিখেছেন, ব্যাচেলর ট্রিপ।ছবিটি শেয়ার করা মাত্রই আসতে থাকে অসংখ্য কমেন্ট। অনেকেই দাবি জানান সিজন ৪ এর। পুরো টিম নিয়ে কোথায় উড়াল দিচ্ছেন এ প্রশ্নের উত্তরে অমি বলেন, ‘জাস্ট চিল করতেই ব্যাচেলর পয়েন্ট টিমের এ ট্যুর, গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। ‘ গত ১৩ এপ্রিল ব্যাচেলর পয়েন্ট সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত