শহীদ মীর মুগ্ধকে দাফনের সময় আওয়ামী লীগ কোনো কবরস্থানে জায়গা দেয়নি বলে অভিযোগ করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, মীর মুগ্ধ শহীদ হওয়ার পর আমরা কোথাও তার দাফনের জায়গা পাইনি। শেষ পর্যন্ত পুলিশের নজর এড়িয়ে এক প্রত্যন্ত অঞ্চলে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়।
রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে ছাত্র–জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর স্নিগ্ধ।
তিনি আরও বলেন, খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের বাড়িতে ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা তখন বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই। অবশেষে ৫ আগস্ট আমরা মুক্ত হই। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি, খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা স্পষ্ট জানিয়েছি—খুনি হাসিনার সঙ্গে কোনো আপোষ হবে না।
সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া মীর স্নিগ্ধ আরও বলেন, হাসিনা শুধু ২০২৪ সালের অভ্যুত্থানেই নয়, সরকার গঠন করেও বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। গুম, খুন ও ভয়ভীতি দেখিয়ে অসংখ্য মানুষকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই খুনি হাসিনার তৈরি সরকার ব্যবস্থাকে ইতিহাসের কবরস্থানে স্থান দেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের