অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না। বরং হজযাত্রীদের ৮ কোটি টাকার বেশি অর্থ ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার দায়িত্বকালীন সময়ে কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।
খালিদ হোসেন আরও জানান, এটাই তার শেষ সরকারি দায়িত্ব। তিনি বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ যদি আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতেও চায়, আমি তা গ্রহণ করব না। নির্বাচন শেষে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন।
তিনি বলেন, তিনি সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছেন। আমি বায়তুল মোকাররমে ইবাদত করি, আবার ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করছেন, যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি