October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 7:24 pm

কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে থেকে প্রশাসন ও নিয়োগ প্রক্রিয়াকে দলীয়করণের ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, এ সংক্রান্ত রেকর্ড তাদের কাছে রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্যভবনের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন তাহের।

তিনি বলেন, “জাতির পছন্দের ভোটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ গঠনের সুযোগ আসছে। অথচ প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে।” তাহেরের অভিযোগ, “ডিসি, এসপি ও ইউএনও নিয়োগে দলীয় প্রভাব খাটানো হচ্ছে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের স্বার্থে এসব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন। তাদের ষড়যন্ত্রের প্রমাণ আমাদের হাতে রয়েছে।”

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, “প্রশাসনের ভেতরে চলমান ষড়যন্ত্র রোধ করতে হবে। এই বিষয়ে দ্রুত মনোযোগ না দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “যেসব উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিচ্ছেন, তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নভেম্বরে গণভোটের আয়োজন করুন, পিআর দাবি মেনে নিন, খুনিদের বিচারের ব্যবস্থা করুন। আমরা সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ বিচার চাই, পক্ষপাতমূলক বিচার নয়।”

গণভোটের প্রসঙ্গে তাহের বলেন, “জাতীয় নির্বাচনকে বিতর্ক থেকে রক্ষা করতে গণভোটই হতে পারে বিকল্প পথ। ইচ্ছাশক্তি থাকলে ২১ দিনেই গণভোট আয়োজন সম্ভব, আর নির্বাচনের আগে গণভোট হলে সম্ভাব্য ত্রুটিগুলো শনাক্ত করা যাবে।”

তিনি আরও জানান, “৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ধাপে ধাপে সব কর্মসূচি বাস্তবায়ন করবে।” তাহেরের বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “জামায়াত দখলবাজি বা চাঁদাবাজির রাজনীতি করে না, বরং জনগণের স্বার্থে রাজনীতি করে। ক্ষমতায় এলে কৃষকদের সব ঋণের সার্টিফিকেট মামলা প্রত্যাহার করা হবে।

এনএনবাংলা/