অনলাইন ডেস্ক :
নির্ধারিত ৯০ মিনিটের সমতার পর ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। সেখানে দারুণ শটে ব্যবধান গড়ে দিলেন জন কেনেডি। আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সকে হারিয়ে কোপা লিবের্তাদোরেসে প্রথমবারের মতো শিরোপা জয়ের অনির্বচনীয় স্বাদ পেল ফ্লুমিনেন্স। ব্রাজিলের রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ২-১ গোলে জিতেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। হেরমান কানোর ৩৬তম মিনিটের গোলে ফ্লুমিনেন্স প্রথমে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লুইস আদভিনকুলা বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করে সমতার স্বস্তি এনে দেন বোকা জুনিয়র্সকে।
পরে অতিরিক্ত সময়ের নবম মিনিটে দলকে ফের এগিয়ে নেন কেনেদি। গোলটি করে বুনো উদযাপনে মেতে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন তিনি। কিন্তু তা ফ্লুমিনেন্সের উৎসবের পথে অন্তরায় হয়নি মোটেও। ফের্নান্দো জিনিসের কোচিংয়ে এই প্রথম কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন হলো ফ্লুমিনেন্স। বর্তমানে জিনিস ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করছেন।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম