January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:52 pm

কোভিড বিধি তুলে নিল ডেনমার্ক

অনলাইন ডেস্ক :

কোভিড-১৯-এর সংক্রমণ বেশি হলেও মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ অভ্যন্তরীণ সব কোভিড বাধ্যবাধকতা তুলে নিয়েছে ডেনমার্ক। ইউরোপের প্রথম কোনো দেশ এমন পদক্ষেপ নিল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নৈশক্লাবগুলো খুলে দেওয়া হয়েছে। চালু হয়েছে মধ্যরাতে মদ বিক্রিও। এ ছাড়া এখন আর ডেনমার্কে লোকজনকে কোনো অনুষ্ঠানস্থলে যেতে করোনা অ্যাপের শরণাপন্ন হতে হবে না। তবে, ডেনমার্কে এখনও করোনার সংক্রমণ তুলনামূলকভাবে বেশি। সরকার বলছেÑসংক্রমণ বেশি হলেও করোনাভাইরাস এখন আর ততটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ নয়। বিশেষজ্ঞেরা বলছেন, ব্যাপক টিকাদানের কারণেই ডেনমার্ক এমন পর্যায়ে যেতে পেরেছে। ডেনমার্কের জনসংখ্যার পাঁচ বছরের বেশি বয়সিদের ৮০ শতাংশের বেশি দুই ডোজ টিকা পেয়েছে। আর, ৬০ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ। গত মঙ্গলবার থেকে ডেনমার্কের দোকানপাটে, রেস্তোরাঁয় ও গণপরিবহণে মাস্ক পরার বাধ্যবাধকতা আর নেই। এ ছাড়া ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দূরত্বের বিধি এবং সর্বনিম্ন জমায়েতের শর্তও উঠে গেছে। তবে অল্পকিছু বিধিনিষেধ জারি থাকবে। টিকাপ্রাপ্ত নন এমন লোকজন বাইরে থেকে ডেনমার্কে ঢুকতে পারবেন না। এ ছাড়া হাসপাতালে ও কেয়ার হোমগুলোতে মাস্ক পরতে হবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন দেশকে পুরোপুরি উন্মুক্ত ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘পুরোপুরি উন্মুক্ত ডেনমার্কে শুভ সকাল।’ অন্যদিকে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নেদারল্যান্ডসও এরইমধ্যে করোনার বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে।