January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 5th, 2021, 7:25 pm

কোভিড-১৯: দেশে আরও ২৬৪ প্রাণহানি, শনাক্ত ১২,৭৪৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে পৌঁছেছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৭.১২ শতাংশ। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।

২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮৬ জনসহ মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৮৭.৪৭ শতাংশ।