March 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 25th, 2025, 10:59 am

কোম্পানীগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী কোম্পানীগঞ্জে উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
২৩ ফেব্রুয়ারি (রোববার) রাতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা বসুরহাট বাজারে ব্যবসা করি। রাতে দোকান থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের বাসার গেইট খোলা তাকে। ওই সুযোগে ডাকাত দলের সদস্যরা আগে বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের ডাকাতদল কোরাবাড়ি দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে। একপর্যায়ে আমাকে এবং আমার মেয়েকে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়।
এ সময় তারা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছারাও বাড়ির আরো দুটি ঘরে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম  গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।