October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 5:34 pm

কোম্পানীগঞ্জে চুলার গ্যাস থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ মা-বাবা দগ্ধ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে দুইজন শিশু ও তাদের মা-বাবা।

বুধবার রাত সাড়ে ৯টায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের ২য় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), শিশু কন্যা ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ঔষধ কোম্পানীতে চাকুরিরত কুমুদ ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ অবস্থায় ওই বাসার একটি কক্ষের মেঝেতে  মোমবাতি জ্বালাতে গেলে এই বিস্ফোরণ ঘটে। এসময় দুই শিশুসহ তাদের মা ও বাবা দগ্ধ হয়।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় রান্না ঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।