January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 4th, 2025, 8:43 pm

কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন নামাজ জামাতে পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার মসজিদ কমিটি।
শনিবার (৪ জানুয়ারী)  সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পণ্ডিত বাড়ীর দরজায় দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন ,কোম্পানীগঞ্জ বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আবদুল কুদ্দুস, দৈনিক কালের কণ্ঠ এজিএম মাসুদ আলম, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমূখ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. আকিব উদ্দিন বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। এ আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দিয়ে উৎসাহ প্রদান করা হয়।
সহকারী কমিশনার হাবেল উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেকটি গ্রামে আয়োজন হলে শিশু- কিশোররাসহ সকলে জামাতে নামাজ আদায়ে অনুপ্রেরণা পাবে। সমাজে সবাই প্রকৃত নামাজি হলে,সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাংয়ের অশুভ প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।