সিলেট প্রতিনিধি:
সিলেটে ট্রাক চাপায় কবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরােহি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (১৭ নভেম্বর) বেলা ২টায় কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বালুবাহী ট্রাক ঘটনাস্থলে অন্য একটি ট্রাককে অতিক্রম (ওভারট্কে) করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কবির হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহি প্রাণে বেঁচে গেছেন।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের ওভারটেককালে চাপা পড়ে মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়। ওই আরোহি বাইক দিয়ে যাত্রী বহন করতেন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়ে গেলও ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ
মহাস্থান হাটে ফুলকপি-মুলার কেজি ২ টাকা, খরচও উঠছে না কৃষকের