সিলেট অফিস:
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি চালুর দাবিতে বিক্ষোভ চলাকালে পর্যটকবাহী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০২ জুলাই) রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পর্যটকবাহী গাড়ি ভাঙচুরের ঘটনায় আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করেছে। পরে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাথর কোয়ারি চালুর দাবিতে গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে থানাবাজার এলাকায় ‘সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ‘ এর ব্যানারে গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ পর্যটকবাহী কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, পর্যটকবাহী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা