কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রোমান (৩৫) একই এলাকার বাসিন্দা ও ভিকটিমের প্রতিবেশী।
জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৫ বছর বয়সী উম্মে খায়রুল ফাতেমা ওরফে বৃষ্টি তার মায়ের নির্দেশে ১২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটার দিকে পাশের বাড়িতে অভিযুক্তের মাকে ডাকতে গেলে রোমান তাকে একাকী পেয়ে ধর্ষণ করে। ঘটনার সময় অভিযুক্তের মা ভিকটিমের বাড়িতে অবস্থান করছিলেন।
পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার মাকে জানালে ১৫ এপ্রিল রাতে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা জান্নাতুল ফেরদৌস। অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রোমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত যুবক রোমান রামপুর ৫নং ওয়ার্ডের আবদুর রহমান চুকানী বাড়ীর ছালা উদ্দীন’র পুত্র। ঘটনার পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (মামলা নং-১১, তারিখ: ১৫/০৪/২০২৫) রুজু করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ভিকটিমের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত