কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে। ।
স্থানীয় আহনাফ সিদ্দিকী নামে প্রত্যক্ষদর্শী জানান,বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বসুরহাট সুপারের একটি বাস বসুরহাট থেকে কবিরহাট যাচ্ছিল। বাসটি বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া সবজি আড়ৎ এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা নিয়ে শ্রমিক মাইন উদ্দিন বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। এসময় গুরুত্বর আহত মাইন উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপর একটি দুর্ঘটনায় বসুরহাট-চাপরাশির হাট সড়কে আবুল হাসেম ও সজীব আহত হন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত আড়ৎ শ্রমিক মো. মাইন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহত মাইন উদ্দিনের ঘাতক বাসটির চালক গাড়ী রেখে পালিয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
হিট স্ট্রোকের লক্ষণগুলো খেয়াল করুন
বিসিবিতে দুদকের অভিযান, মুজিববর্ষের আয়োজনে ২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ
বিশ্বকাপ খেলতে জ্যোতিদের সামনে যে সমীকরণ