সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১১০ শত পিস ভারতীয় শাড়ি ও ১৪৪ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ২ জন হলো- উপজেলার কাঠালবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া ও একই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।
তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর সে তার সহযোগীদের নাম-ঠিকানা বলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মো. ইসমাইল মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রদ্ধা-ভালোবাসায় সুপ্রিম কোর্ট থেকে হাসান আরিফের চিরবিদায়