কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক চাপা পড়ে ইসমাঈল হোসেন শাহিন (১৬) নামে এক কিশোর চালক প্রাণ হারিয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর শাহীন চর ফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নকশা ওয়ালার বাড়ির ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রয়েল ব্রিক ফিল্ডের ইট তৈরির জন্য মাটি স্তুপ করার সময় মাটিবাহী ট্রাক উল্টে চাপা পড়ে চালক শাহীন। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব
তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি