Tuesday, December 23rd, 2025, 7:07 pm

কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে ফুঁসে উঠছে যুবসমাজ! ঐক্যের ডাকে সভা সম্পন্ন

কোম্পানীগঞ্জ(সিলেট) প্রতিনিধি:

কোম্পানীগঞ্জের বৃহত্তর দয়ার সীমান্ত এলাকার যুবসমাজের উদ্যোগে “মাদককে না বলি সুন্দর সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াল আগ্রাসন বৃহত্তর দয়ার বাজার এলাকা থেকে উৎখাত করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এলাকার সকল শ্রেনী পেশার মানুষ।

২২ শে ডিসেম্বর সোমবার রাত ১০ টায় দয়ার বাজার পয়েন্টে দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি,রাজনীতিবীদ,আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুর রকিব এর সভাপতিত্বে যুবনেতা সুজন মাহমুদ এমরান ও দেলোয়ার হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আলী আহমদ,ফখরুল ইসলাম,যুবনেতা রজন মিয়া, ব্যবসায়ী শফিকুল হক, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন মিলন, শফিক আহমদ কালামসহ প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তারা মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা ও এলাকা থেকে চিরতরে মাদক ক্রয়, বিক্রয়, সেবন দূরীকরণের উপর গুরুত্বারোপ তুলে ধরেন । বক্তারা অবিলম্বে মাদকের সাথে যে বা যারা জড়িত অবিলম্বে সুন্দর পরিবেশে ফিরে আসুন অন্যথায় দূর্বার আন্দোলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদকের ভয়ালতা রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

একপর্যায়ে বৃহত্তর দয়ার বাজার মাদক বিরুধী অভিযান যুবসমাজের আহবায়ক আবুল হোসেনের নেতৃত্বে যুব ও তরুণদের মধ্যে রিয়াজ মিয়া, এমদাদুল হক মিলন, আলাউদ্দিন রিয়ান, হেলাল আহমদ,দিলোয়ার হোসেন, আমিন রশিদ

শামসুজ্জামান রাজ সহ প্রমূখ যুবকরা মাদক নির্মূলে সকল বাঁধা বিপত্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।

পরিশেষে সভাপতির বক্তব্যে হাজী আব্দুর রকিব বলেন অতীতে দয়ার বাজার সহ এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত সামাজিক বিচারে রুখে দিয়েছি। বর্তমানে এলাকায় মাদকের ছোবলে যুবসমাজ ধংসের পথে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে মাদকের সাথে জড়িত সবাই ভালো পথে ফিরে আসুন অন্যথায় এলাকার যুবসমাজ যে ডাক দিয়েছে তাদের সাথে তৈাহীদি জনতাকেও সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই ইনশাআল্লাহ।