March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 3rd, 2025, 10:38 am

কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণ’র চেষ্টা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার (২ মার্চ) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গতকাল শনিবার (১ মার্চ) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো শাহরুখ (১৮) সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদরাসায় আরবি পড়তে যাওয়ার পথে শাহরুখ শিশুটিকে রাস্তা থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় এক পথচারী ঘটনাটি দেখে ফেললে শারুপ পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। তবে, ভিকটিমের মা সুবিচার চেয়ে স্থানীয় মীমাংসায় রাজি হননি। একপর্যায়ে তাকে বিশ হাজার টাকার প্রলোভন দেখানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং থানায় মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপার বিভিন্ন সংগঠন সুষ্ঠো তদন্ত করে জড়িত যুবকের শাস্তি দাবী করছেন।