December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 27th, 2024, 7:44 pm

কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নিজাম উদ্দিন নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উৎমা বিজিবি ক্যাম্পের পাশে আদর্শগ্রামের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মো. নিজাম উদ্দিন উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, ‘ নিজাম উদ্দিন চিনি আনতে ভারত গিয়েছিল। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, উত্তর রনিখাই ইউনিয়নে বেশ কিছু চোরাকারবারী বিভিন্নভাবে প্রতিদিন চিনির চালান নিয়ে আসছে। সোমবারও কয়েকজন চোরাকারবারী ভারত থেকে চোরাইপথে চিনি আনতে যায়। তাদের সঙ্গে নিজামও ছিল। তারা ১২০০ বস্তা চিনি বাংলাদেশে নিয়ে আসে। চিনি আনার সময় সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ গুলি চালালে নিজাম আহত হয়।

সূত্র আরও জানায়, ১২০০ বস্তা চিনির মালিক মাঝেরগাঁও গ্রামের তোফায়েল, বাবুল ও কামাল। তারা পারিশ্রমিকের বিনিময়ে অনেক যুবককে ভারতে পাঠায়।

জানতে চাইলে বিজিবির উৎমা বিওপি কমান্ডার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, নিজামসহ কয়েকজন সীমান্ত পাড়ি দিয়ে চিনি আনতে গিয়েছিল। ফেরার পথে বিএসএফের গুলিতে সে গুলিবিদ্ধ হয়।

—–ইউএনবি