নিজস্ব প্রতিবেদক :
ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে পশু ঢাকায় পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
১৭, ১৮ ও ১৯ জুলাই তিনদিন চলবে এই বিশেষ সার্ভিস। গতবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর শুধু পশু পরিবহণের সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও।
গত বছর দুটি ট্রেন চললেও এবার চলবে ছয়টি ট্রেন। এসব ট্রেনের মাধ্যমে পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ, শাহজাহানপুর, মুগদা পশুহাটে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন সার্ভিসের মাধ্যমে সেবা নিতে পারবেন।
আরও পড়ুন
নাশকতার মামলায় সাবেক এমপি কবিরুলের জামিন নামঞ্জুর
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
প্লট বরাদ্দে দুর্নীতি : আত্মসমর্পণ করেও পালিয়ে গেলেন রাজউক কর্মকর্তা