অনলাইন ডেস্ক :
পায়ের চোটে দীর্ঘ প্রায় ১৪ মাসে একটিও ম্যাচ খেলেননি রজার ফেদেরার। তারপরও বার্ষিক আয়ের হিসেবে টেনিস খেলোয়াড়দের মধ্যে এখনও তার ধারেকাছে নেই কেউ। টেনিস খেলোয়াড়দের বার্ষিক আয়ের তালিকায় এই নিয়ে ১৭ বার শীর্ষস্থান ধরে রাখলেন ফেদেরার। গত বছর উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ার পর থেকে আর কোর্টে দেখা যায়নি ৪১ বছর বয়সী তারকাকে। পরে তার হাঁটুতে আরও একবার অস্ত্রোপচার হয়েছে। বয়সের ভার ও বারবার চোটের আঘাতে জর্জরিত সুইস তারকার ক্যারিয়ার প্রায় শেষ বলেই ধারণা অনেকের। তবে যাই হোক না কেন, এক বছরেরও বেশি সময় ধরে ম্যাচ ও টুর্নামেন্ট ফি এবং প্রাইজ মানি না থাকার পরও তার আয় আকাশছোঁয়া। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস-এ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে আয়কর ও এজেন্টদের পাওনা দেওয়ার আগে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার আয় প্রায় ৯ কোটি ডলার। এ সময় তার এই বিপুল পরিমাণ আয়ের উৎস মূলত ‘এন্ডোর্সমেন্ট, বিভিন্ন অনুষ্ঠান, উপস্থিতি ও অন্যান্য ব্যবসায়িক খাত’। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের নাওমি ওসাকা আছেন তালিকার দুইয়ে। গত বছর তার মোট আয়ের পরিমাণ প্রায় পাঁচ কোটি ৬২ লাখ ডলার। নারী টেনিস খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের থেকেও তার আয় বেশ বেশি। আগামী ইউএস ওপেন খেলেই অবসর নেওয়ার ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্রের তারকা সেরেনার আয় তিন কোটি ৫১ লাখ ডলার। পুরুষ এককের রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল ও দ্বিতীয় সর্বোচ্চ ২১টি মেজর জয়ী নোভাক জোকোভিচকে পেছনে ফেলেছেন সেরেনা। স্প্যানিশ তারকা নাদালের বার্ষিক আয় তিন কোটি ১৪ লাখ ডলার, নোভাক জোকোভিচের দুই কোটি ৭১ লাখ ইউরো। কোভিড-১৯ টিকা না নেওয়ায় এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। একই কারণে আসছে ইউএস ওপেনেও খেলতে পারবেন না সার্ব তারকা।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি