January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 8:18 pm

কোলকোন্দ ইউনিয়নে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ মাঠে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ইএএলজির ডিএফ মতিউর রহমান, এলজিএসপি-৩ এর ডিএফ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুল ইসলামসহ সদস্যবৃন্দ। দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিনের উপস্থাপনায় ইউপি সচিব এরশাদ আলমসহ পরিষদের কর্মচারি ও ইউনিয়নের নারী-পুরুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।