March 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 9th, 2025, 3:10 pm

কোহলির বিষয়ে মেসি-রোনালদোর উদাহরণ দিলেন শাস্ত্রী

বিরাট কোহলিএএফপি

অনলাইন ডেস্ক:
বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার স্রেফ অসাধারণ। ২৮৯ ইনিংসে ৫৮.১১ গড়ে ১৪১৮০ রান। সেঞ্চুরি ৫১টি। এই সংস্করণে তাঁর আধিপত্য এসব পরিসংখ্যানেই পরিষ্কার। তবে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আজ যেমন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামবেন কোহলি। সেখানে বড় একটি ইনিংস খেলতে পারলে নিশ্চিতভাবে ওলট-পালট হবে রেকর্ড বই।

আসলে কোহলি তাঁর ওয়ানডে ক্যারিয়ার যে পর্যায়ে নিয়ে গেছেন, মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ডের পাতায় তাঁর জায়গা হয়। ঠিক যেভাবে ফুটবলে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোও মাঠে নামলে প্রায় সময়ই কোনো না কোনো রেকর্ড হয়।

আইসিসি রিভিউয়ে ৫০ ওভারের ক্রিকেটে কোহলির আধিপত্য নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার, সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ভারত জাতীয় দলের কোচ থাকতে কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। শাস্ত্রীর মতে, ওয়ানডেতে বাকিদের চেয়ে কোহলি আলাদা কারণ তাঁর ‘শৃঙ্খলা ও ম্যাচের পরিস্থিতি সমন্ধে সচেতনতা।’

ফাইনালের আগে ভারতের অনুশীলনে কোহলিফাইনালের আগে ভারতের অনুশীলনে কোহলি:এএফপি

শাস্ত্রী যে কোহলিকে ওয়ানডের সর্বকালের সেরাদের কাতারে রাখেন, বোঝা গেল তাঁর কথায়, ‘সে যে কাজে সবচেয়ে ভালো সেগুলো করতে পারছে, যেমন ধরুন সিঙ্গেলস নেওয়া, বল নিচে (গ্রাউন্ডে) খেলা, প্রয়োজন হলে বড় শট খেলা, সর্বকালের সেরাদের মধ্যে যাঁরা ওয়ানডে খেলেছেন, বিশেষ করে রান তাড়ায়, তাঁরা এগুলো করতে পারতেন।’
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে রানে ছিলেন না কোহলি। টুর্নামেন্টটি শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এসে চওড়া হয়ে ওঠে কোহলির ব্যাট। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ জেতান। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেন ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস। এই ৩৬ বছর বয়সেও কোহলি মাঠে থাকলে তাঁর উপস্থিতিটা আলাদা করে টের পাওয়া যায়। ফিল্ডিংয়ের সময় ক্ষিপ্রতায় কারও চেয়ে পিছিয়ে থাকেন না, এমনকি ব্যাটিংয়ের সময় সিঙ্গেলস-ডাবলস নেওয়াতেও দারুণ গতিময়। কোহলি এমনিতেই ফিটনেস-ফ্রিক, তা সবারই জানা। তবে মাঠে আলাদা করে তাঁর উপস্থিতি টের পাওয়ার বিষয়ে শাস্ত্রীর মতামত হলো, কোহলির ‘এনার্জি’—মাঠে সব সময় নিজের পুরোটা নিংড়ে দেওয়ার মানসিকতা।

ফাইনালে কোহলির ব্যাটে রান দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরাফাইনালে কোহলির ব্যাটে রান দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরাএএফপি

শাস্ত্রী এ নিয়ে উদাহরণ টেনে বলেন, ‘উদ্যমে ভরপুর ক্রীড়াবিদদের দেখলে লোকে খেলা দেখতে পছন্দ করে। সেটা হোক ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নোভাক জোকোভিচ কিংবা রাফায়েল নাদাল—যে উদ্যমটা তাঁরা দেখান, তা অন্যদের মাঝেও সঞ্চারিত হয়। লোকে তাঁদের খেলা দেখতে চায়।’

কোহলির সঙ্গে শচীন টেন্ডুলকারের তুলনা নতুন নয়। চ্যাম্পিয়নস ট্রফিতেই উঠেছে একাধিকবার। এ নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘একজন মানুষ কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাও তাঁদের দেখে বোঝা যায়। আমি টেন্ডুলকারকে দেখেছি। পছন্দের খাবার তারও আছে, অন্যরা যা করতে চায় সে–ও সেসব পছন্দ করে। কিন্তু না বলে দিয়েছে।’ কোহলিও ফিটনেস ধরে রাখতে পছন্দের খাবার ছেড়েছেন বহু আগেই।

ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীআইসিসি

বাংলাদেশ সময় আজ বেলা তিনটায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এ ম্যাচে অন্তত ৪৬ রান করলেই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে আপাতত দুইয়ে কোহলি। ফাইনালে অন্তত ৫৫ রান করতে পারলে কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়েও উঠে আসবেন কোহলি। ৩৮০ ইনিংসে ১৪২৩৪ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা।