January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 7:45 pm

কোহলি আর কত ছুটি কাটাবে: মাঞ্জরেকার

অনলাইন ডেস্ক :

বিরাট কোহলিকে ছন্দে ফেরাতে ভারতের সাবেক ক্রিকেটারের অনেকের পরামর্শ, তাকে ক্রিকেট থেকে কিছুদিন দূরে রাখা। বিশ্রাম কিংবা বিরতি দেওয়া। তবে সঞ্জয় মাঞ্জরেকারের ভাবনা পুরো উল্টো। এই ধারাভাষ্যকার ও সাবেক ব্যাটসম্যানের মতে, যথেষ্টই বিরতি দেওয়া হয়েছে কোহলিকে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে বরং তিনি দেখতে চান ভারতের হয়ে প্রতিটি ম্যাচে। গত মাসে ইংল্যান্ড সফরে সব ম্যাচে খেলানো হয়নি কোহলিকে। এরপর চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি তাকে। বিশ্রাম দেওয়া হয়েছে সামনের জিম্বাবুয়ে সফর থেকেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের ২০ ম্যাচের স্রেফ ৪টিতে দেখা গেছে কোহলিকে। এসব মনে করিয়ে দিয়েই ‘স্পোর্টস ওভার দা টপ’ শো-তে মাঞ্জরেকার প্রশ্ন তুললেন কোহলির একের পর এক বিরতি নিয়ে। “আমার মনে হয়, যতটা সম্ভব তাদের উচিত, বিরাট কোহলিকে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে খেলানো, সংস্করণ যেটাই হোক। কারণ, বিরাটের যথেষ্ট বিশ্রাম হয়েছে। লোকে পরামর্শ দিচ্ছে যে তাকে বিরতি দেওয়া উচিত। কিন্তু তার বিরতি তো হয়েছেই! গত দুই বছরে দেখুন, খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট সে খেলেনি।” “হয়তো এমন কোনো যুক্তি আছে, যা আমরা জানি না। হয়তো বিরাট কোহলির সঙ্গে তাদের কথা হয়েছে। তবে আমার ব্যক্তিমত মত হলো, কোহলি যত ম্যাচ খেলবে, বিশেষ করে এই ম্যাচগুলি খেললে তার জন্য ভালো হতো।” এই মাসের শেষে এশিয়া কাপে অবশ্য কোহলিকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।