January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 12:27 pm

কোয়ারেন্টাইন বিতর্কে ব্রাজিলে মাঠ ছাড়ল মেসি বাহিনী

অনলাইন ডেস্ক:

ব্রাজিলে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েও অমিমাংসিত পরিণতি হলো। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচ মাঠে গড়ানোর ৭ মিনিটের মাথায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
মূলত ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা খেলা শুরুর পর মাঠে এসে উপস্থিত হলে ঘটনার শুরু হয়। কিছুটা বাকবিতণ্ডা এবং অপ্রত্যাশিতভাবেই বাতিল হয়ে যায় ম্যাচটি।
ব্রাজিল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ, বিশেষত কোয়ারেন্টাইন নীতি না মানায় এমন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চারজন খেলোয়াড়ের মধ্যে পুরোপুরি কোয়ারেন্টাইন সম্পন্ন না করে তিনজন এই ম্যাচে খেলতে নেমেছিলেন। আর তাতেই মূল বিপত্তির শুরু।
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো ইংল্যান্ড থেকে এসে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম ভঙ্গ করাতেই এতসব বিপত্তি।
ব্রাজিলের স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যান্টনিও বার্রা তোরেস বলেছেন, এই চার ফুটবলারকে কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা করা হবে এবং তাদের দেশে ফেরত পাঠানো হবে।