January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 8:11 pm

কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানসিটির বিদায়

অনলাইন ডেস্ক :

ইংলিশ ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সিটিজেনদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন। ম্যাচের ২৩তম মিনিটে লিয়ানকোর পাস থেকে বল পেয়ে গোল করেন সেকোউ মারা। এর পাঁচ মিনিট পর ফের ম্যানসিটির জালে বল পাঠায় সাউদাম্পটন। এবার গোল করেন মৌসা জেনিপো। লাভিয়ার সহায়তায় দলের ব্যবধান বাড়ান দিগুণ তিনি। প্রথমার্ধের এই দুই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে কোনো গোল করতে পারেনি ম্যানসিটি। আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেনরা লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। পরপর দুবছর এই টুর্নামেন্টে ব্যর্থ হলো পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকলেও এই কাপে খর্ব শক্তির সাউদাম্পটনের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।