অনলাইন ডেস্ক :
টলিউডের অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কৌশানী। অভিষেক চলচ্চিত্রে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন এই নায়িকা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ ও ‘জিও পাগলা’ সিনেমাতেও বনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী। তাই পর্দায় দুজনকে অনেকবারই রোমান্স করতে দেখেছেন দর্শক। কিন্তু ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুগল। এ তথ্য কারো অজানা নয়। এদিকে টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে গেছে এ জুটির প্রেমের সম্পর্ক। গত কয়েক মাস ধরে এ খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই গুঞ্জন সত্যি নয় বলে এর আগে দাবি করেছিলেন কৌশানী। তারপরও বিচ্ছেদের গুঞ্জনের পালে ভাঁটা পড়েনি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত। মূল বিষয়টি ব্যাখ্যা করে বনি সেনগুপ্ত ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেনÑ‘আমরা এখনো সম্পর্কে রয়েছি। মূলত, আমাদের মাঝে ঝগড়া হয়েছিল। প্রেমিক-প্রেমিকার মধ্যে যেমন হয় সেটাই হয়েছিল। সেটা ভুল করে কোনো মিডিয়ার সামনে হয় বলে, এত আলোচনা হয়েছিল।’ এ থেকে কী মিক্ষা নিলেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘ঝগড়া করব। কিন্তু স্থান, কাল, পাত্র বুঝে।’
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান