‘ক্যাচ মিসে ম্যাচ মিস’—বলা হয় প্রায়ই। তবে বুধবার সেই কথাটিই নতুন করে সত্য প্রমাণ করতে পারলো না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হাতে পড়া চার চারটি ক্যাচ মিস করেছে। তারপরও ১৫০ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হেরে গেছে ১৪ রানে।
এর ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে সিরিজ নিশ্চিত করল রোভম্যান পাওয়েলের ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তোলে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ।
ওপেনার আথানজে ঝড় তোলেন ৩০ বলে ৫০ রানে (৫ চার, ৩ ছক্কা)। তার সঙ্গী শেই হোপ খেলেন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস (৩ চার, ৩ ছক্কা)। এরপর রাদারফোর্ড (০), পাওয়েল (৩) ও হোল্ডার (৪) ব্যর্থ হন। ইনিংসের শেষ দিকে রোস্টন চেজ (১৭) ও রোমারিও শেইফার্ড (১৩) দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। রিশাদ হোসেন নেন ২ উইকেট, নাসুম আহমেদও মাঝের ওভারে দুই বলে দুটি উইকেট তুলে ম্যাচে ফেরান দলকে।
তবে ব্যাট হাতে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সাইফ হাসান (৫) ফিরে গেলে চাপ বাড়ে। তানজিদ তামিম লড়াই করে গেছেন একাই—৪৮ বলে ৬১ রানের ইনিংস তার (৩ চার, ৩ ছক্কা)। লিটন দাসের ২৩ রানের ছোট ইনিংস কিছুটা আশা জাগালেও মিডল অর্ডারে ব্যর্থতা দলকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তাওহীদ হৃদয় (১৪ বলে ১২) ও জাকের আলী (১৮ বলে ১৭) দলের প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ও রোমারিও শেইফার্ড ৩টি করে উইকেট নেন, জেসন হোল্ডার নেন ২টি। সিরিজের শেষ ম্যাচটি হবে শুক্রবার, একই ভেন্যুতে।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
বিজয়ের মাসে বড়পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’