অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান। এরপরও রয়েছেন আলোচনায়। সালমান খান এবং রণবীর কাপুর দু’জনেই তাঁর প্রাক্তন। তাঁরাই ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা। সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খান, হৃত্বিক যে যা দিলেন- শোনা যাচ্ছে সালমান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে। এদিকে ২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রণবীর তাঁর এই প্রাক্তনকে। রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধী উপহার দিয়েছেন তিনি। এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসেবী! তিনি নাকি নব দম্পতিকে বিয়েতে দেড় লাখের পেন্টিং উপহার দিয়েছেন। ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় তিন লাখের ইগড এ৩১০জ উপহার দিয়েছেন তিনি। তাপসী পান্নুরও পাল্লা ভারী বন্ধু ভিকির দিকেই। অভিনেতাকে তিনি দিয়েছেন ১.৪ লক্ষ মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ। তবে উপহারের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। কী দিলেন তিনি স্বামীকে? নায়িকার উপহার, ১৫ কোটি টাকা দামের সুখী গৃহকোণ!
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত