January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 1st, 2023, 10:01 pm

ক্যান্ডি ছাড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচ শেষে এবার বাংলাদেশ ক্রিকেট দলের গন্তব্য পাকিস্তান। সেখানে গ্রুপের শেষ ম্যাচ তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শুক্রবার সকালের দিকে দল ক্যান্ডি ছেড়েছে। কলম্বো থেকে চার্টার্ড ফ্লাইটে করে লাহোরে যাবেন সাকিব আল হাসানরা। ক্যান্ডির টিম হোটেল নীরবে ছেড়েছে বাংলাদেশ দল। কলম্বোর বাসে ওঠার আগে গণমাধ্যমকে এড়িয়ে যান ক্রিকেটাররা। শুক্রবারই লাহোরে পৌঁছাবেন।

আগামী রোববার আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামার আগে লাহোরে একদিন অনুশীলন করার সুযোগ পাবেন। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে খাদের কিনারায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিতে নেট রান রেট এগিয়ে রাখতে হবে। কারণ আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তিন দলেরই সমান পয়েন্ট হবে, সেক্ষেত্রে নেট রান রেট হবে সুপার ফোরের নির্ধারক।

তবে শ্রীলঙ্কার কাছে আফগানরা হেরে গেলে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ জিতলেই চলবে। মানে এই ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর শেষ ম্যাচে লঙ্কানদের সমর্থন করবে বাংলাদেশ। আর সাকিবরা যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে পাকিস্তান থেকেই দেশে ফেরার বিমান ধরতে হবে।