অনলাইন ডেস্ক
রাজশাহীতে ‘তাণ্ডব’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। পবিত্র ঈদুল ফিতরে রেকর্ড আয় করেছে তার সিনেমা ‘বরবাদ’। ছবিগুলো বানানোর সঙ্গে জড়িয়ে আছেন অনেক শিল্পী ও কলাকুশলী। তাদের ঘামে-শ্রমে পর্দায় উপস্থাপন করা হয় একটি মনভোলানো সিনেমা। আজ শ্রমিক দিবসে ক্যামেরার পেছনের সেই মানুষদের শ্রদ্ধা জানালেন শাকিব খান।
আজ (১ মে) বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হচ্ছে। এ দিনে ক্যামেরার পেছনের ‘অদৃশ্য ছায়াদের’ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও অভিনেতা শাকিব খান। ক্যামেরার পেছনের মানুষদের শ্রদ্ধা জানিয়ে রাজশাহী থেকে ফেসবুকে তিনি লিখেছেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিংস্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।’
চলচ্চিত্রের ওই মানুষগুলোর অবদানের কথা স্মরণ করিয়ে শাকিব খান লিখেছেন, ‘প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে, লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।’
চলচ্চিত্রের সঙ্গে জড়িত শ্রমজীবীদের শ্রদ্ধা জানিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এ সকল শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিবের ‘বরবাদ’ এখনও দেখছেন তার ভক্তরা। এরই মধ্যে পবিত্র ঈদুল আজহার সিনেমার শুটিং শেষ করে এনেছেন তিনি। ঈদেই হয়তো ভক্তরা দেখতে পাবেন শাকিব অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। শাকিবের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে টেলিভিশনের এই তারকার। ছবিটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান। পরিচালনা করছেন রায়হান রাফি।
আরও পড়ুন
গণতন্ত্র এখনো চোরাবালিতে, মুক্তি আসবে তারেক রহমানের নেতৃত্বে
১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ মাত্র ৮ মাসে
প্যারোল পেতে দীপু মনিকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে