Tuesday, March 1st, 2022, 7:34 pm

ক্রিকইনফোর-২০২২ পিএসএল সেরা একাদশ ঘোষণা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। গত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুলতান সুলতান্সকে হারিয়েছে শাহিন আফ্রিদিরা। ফাইনালের পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিনইনফো। লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেই করা হয়েছে ক্রিকেইনফোর সেরা একাদশের অধিনায়ক। ওপেনিংয়ে রাখা হয়েছে মুলতান সুলতান্সের অধিনায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মোহাম্মদ রিজওয়ানকে। তার সঙ্গী লাহোরের ফখর জামান। তিনে রাখা হয়েছে শাদাব খানকে। দলে জায়গা পেয়েছেন প্লে-অফের আগেই বাংলাদেশে চলে আসা রশিদ খানও।
একনজরে ক্রিকইনফোর-২০২২ পিএসএল একাদশ
১) ফখর জামান (লাহোর)
২) মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, মুলতান)
৩) শাদাব খান (ইসলামাবাদ)
৪) রাইলে রুশো (মুলতান)
৫) টিম ডেভিড (মুলতান)
৬) খুশদিল শাহ (মুলতান)
৭) রশিদ খান (লাহোর)
৮) ইমরান তাহির (মুলতান)
৯) শাহিন শাহ আফ্রিদি, অধিনায়ক (লাহোর)
১০) নাসিম শাহ (কোয়েটা)
১১) জামান খান (লাহোর)
দ্বাদশ খেলোয়াড় : শান মাসুদ