January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 7:23 pm

ক্রিকেটার রাহুলকে বিয়ে করছেন সুনীলকন্যা

অনলাইন ডেস্ক :

তারকার সঙ্গে তারকার প্রেম এমন চিত্র দেখা মেলে প্রায়ই। আর একে তো তারকা, তার উপরে তারকাকন্যা এতে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার আগ্রহ যে অনেকেরই থাকবে, তা বলাই বাহুল্য। অনেক দিন ধরেই বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়ার নামের পাশে জড়িয়ে আছে ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুল। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন-আলোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমে তাঁদের প্রায়ই যুগল ছবি দেখা যায়। এবার খবর, বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। পিঙ্কভিলার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, আথিয়া শেঠি ও কে এল রাহুল সম্পর্কের পরবর্তী ধাপে যেতে চান। এ বছরেই সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা। সম্প্রতি এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে বি-টাউনে। প্রতিবেদনে প্রকাশ, ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করবেন। শেঠি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আথিয়া ও কে এল রাহুলের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে। ২০২২ সাল শেষ হওয়ার আগেই তাঁরা স্বামী-স্ত্রী হচ্ছেন। ম্যাঙ্গালোরের মুলকিতে টুলু-বলা পরিবারে সুনীল শেঠির জন্ম। তিনি দক্ষিণ ভারতীয়। সুনীলের হবু মেয়েজামাইও ম্যাঙ্গালোরের। তাই আথিয়া-রাহুলের বিয়ে হবে দক্ষিণ ভারতীয় রীতিতে। যদিও সুনীল শেঠি এ খবর নিশ্চিত করেননি।
আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তাঁরা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাঁদের কাছ থেকে। ২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান সুনীল। তিনি বলেছিলেন, ‘আমি তো প্রেম করছি না। মিডিয়ার উচিত এ ব্যাপারে আথিয়াকে জিজ্ঞেস করা। আর এটি যদি সত্যি হয়, তাহলে গণমাধ্যম এসে আমাকে বলুক। এরপর আমরা এ ব্যাপারে কথা বলব। কিন্তু তুমি যদি না জানো, তাহলে আমাকে কীভাবে প্রশ্ন করো?’ এখন দেখা যাক, বিয়ের গুঞ্জন সঠিক হয় কি না।