অনলাইন ডেস্ক :
মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে বিসিবি। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মাঠ কেনার বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান। দেশের ক্রিকেটকে আরও বেশি প্রসারিত করতে আর তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে আগ্রহী বিসিবি। এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনবো। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’ পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়ন করতেও সারা দেশে প্রচুর মাঠ প্রয়োজন হবে। যে কারণে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘খেলার মাঠ আমাদের দরকার। এটি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ এজিএমের আলোচ্য সূচি নিয়েও এ সময় বোর্ড সভাপতি বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি, সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরি করেছি। সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন খুলনায় করেছি। সেগুলো আমরা তুলে ধরেছি, বিসিবি কোন কোন জায়গায় অবকাঠামোগত উন্নতি করেছে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল