January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 7:36 pm

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ: ইউক্রেনকে দায়ী করলেন পুতিন

অনলাইন ডেস্ক :

রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের বিশেষ বাহিনী এ কাজ ঘটিয়েছে উল্লেখ করে একে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।

রুশ বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে পরিচিত ক্রিমিয়া সেতু বা কের্চ সেতুতে শনিবার একটি ট্রাক বিস্ফোরণে এর কিছু অংশ নদীতে ধসে পড়ে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেতুতে সড়ক ও রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সেতুতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার তদন্ত কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে বৈঠকের সময় রবিবার পুতিন বলেছেন, ‘এতে কোন সন্দেহ নেই যে এটি রাশিয়ান ফেডারেশনের সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত একটি সন্ত্রাসী কাজ ছিল। এবং যারা এটির আদেশ দিয়েছেন তারা ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্য।’

ব্যাস্ট্রিকিন বলেছেন, ইউক্রেনের বিশেষ বাহিনী এবং রাশিয়া ও অন্যান্য দেশের নাগরিকরা এই হামলায় অংশ নিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

ব্যাস্ট্রিকিন বলেন, ‘আমরা ইতোমধ্যেই ট্রাকের রুট স্থাপন করেছি, এটি বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, উত্তর ওসেটিয়া এবং দক্ষিণ রাশিয়ার একটি অঞ্চল ক্রাসনোদর পর্যন্ত ছিল।’

এদিকে কিয়েভে প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক পুতিনের অভিযোগকে ‘রাশিয়ার জন্যও খুব নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘পুতিন ইউক্রেনকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছেন? এখনও ২৪ ঘণ্টা হয়নি যেখানে রাশিয়ার বিমানগুলো জাপোরিঝিয়ায় একটি আবাসিক এলাকায় ১২টি রকেট নিক্ষেপ করেছে, এতে ১৩ জন নিহত হয়েছে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে। এটি একমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাসী এবং সারা বিশ্ব জানে সে কে।’