অনলাইন ডেস্ক :
প্রাক-মৌসুম সফরে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার মেলবোর্নে প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে ইউনাইটেড পরাজিত করেছে ৩-১ গোলে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের ১৭ মিনিটে এন্থনি মার্শালের গোলে লিড পায় এরিক টেন হাগের দল। এ নিয়ে প্রাক-মৌসুম তিনটি প্রীতি ম্যাচেই গোল পেলেন ফরাসি এই স্ট্রাইকার। দিয়োগো ডালোটের ক্রসে প্যালেস গোলরক্ষক স্যাম জনস্টোনকে পরাস্ত করেন মার্শাল। দ্বিতীয়ার্ধে আরো দুটি দুর্দান্ত গোল উপহার দিয়েছে রেড ডেভিলরা। দুটি গোলেই দলীয় সমন্বয় দারুনভাবে ফুটে উঠেছে। প্রথমটিতে অবদান ছিল মার্শাল, জেডন সানচো ও ডনি ফন ডি বিকের। ৪৮ মিনিটে ডাচম্যান ফন ডি বিকের এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন মার্কোস রাশফোর্ড। ব্যবধান আরো বাড়াতে ইউনাইটেড খুব বেশী সময় নেয়নি। ৫৯ মিনিটে রক্ষনভাগের মধ্য থেকে মার্শালের দ্রুতগতির একটি পাসে সানচো ঠান্ডা মাথায় বল জালে জড়ান। ম্যাচের ৬৬ মিনিটে মূল দলের প্রায় সব খেলোয়াড়কেই পরিবর্তন করেন টেন হগ, মাঠে ছিলেন শুধুমাত্র গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তার হাতেই ঐ সময় অধিনায়কের আর্মব্যান্ড উঠেছিল। ৭৪ মিনিটে জো ওয়ার্ডের হেডে এক গোল পরিশোধ করে প্যালেস। ১৯ বছর বয়সী উইল ফিশ ৮৪ মিনিটে ভিক্টর আকিনওয়েলকে ফাউল করে লাল কার্ড পেলে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে ইউনাইটেডকে। এর আগে প্রাক-মৌসুম সফরে ইউনাইটেড লিভারপুলকে ৪-০ ও মেলবোর্ন ভিক্টরিকে ৪-১ গোলে পরাজিত করেছিল। অস্ট্রেলিয়া সফরের পরবর্তী ম্যাচে পার্থে এ্যাস্টন ভিলার মোকাবেলা করবে ইউনাইটেড।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম