January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 30th, 2022, 7:33 pm

ক্রিস রকের শো’র টিকিট বিক্রি হচ্ছে হু হু করে, দামও আকাশচুম্বী

অনলাইন ডেস্ক :

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সঞ্চালক ক্রিস রককে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরমধ্যেই কমেডিয়ান ক্রিস রকের শো-গুলোর টিকিট বিক্রি বেড়ে গেছে ‘এক মাসে যা না, এক রাতে তা’। দামও আকাশচুম্বী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ঘটনার পর ক্রিস রক এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনার পর তার আগামী কমেডি শো-গুলোর টিকিট হু হু করে বিক্রি হচ্ছে, দামও হয়ে উঠেছে বেশ। টিকিট বিক্রির কোম্পানি টিকপিক জানায়, গত এক মাসে তারা রকের শো’র যত টিকিট বিক্রি করেছে, সোমবার এক রাতে তার চেয়েও বেশি বিক্রি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বস্টনে রকের বুধবারের শো-এর টিকিটের দাম ৪৬ ডলার থেকে একলাফে বেড়ে ৪১১ ডলারে পৌঁছেছে। ক্রিস রকের শো-গুলোর অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে অস্কারের রাতের পর। রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় পিনকেট স্মিথের মু-িত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। এরপর সবাইকে হতবাক করে মঞ্চে উঠে তাকে চড় মেরে দেন উইল স্মিথ, যিনি এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় অভিনেত্রী পিনকেট স্মিথের। অসুস্থতা নিয়ে এমন রসিকতা সইতে পারেননি তার স্বামী। সোমবার চড় মারার জন্য ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন উইল স্মিথ। এ ঘটনার নিন্দা জানিয়েছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিষয়টি পর্যালোচনার ঘোষণাও দিয়েছে তারা।