November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 7:21 pm

ক্রীড়া অফিসের আয়োজনে একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে নবাবগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিস, ঢাকার বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  অনুষ্ঠিত হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৫) ২০২৫ ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গতকাল  ১১/১১/২০২৫ তারিখ গতকাল ( মঙ্গলবার)  সকাল ১০ টায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  এ টুর্নামেন্টে ঢাকা জেলার ৪টি একাডেমির ৬০ জন বালক (অনূর্ধ্ব -১৫) প্রতিভাবান ফুটবল খেলেয়াড় অংশগ্রহণ করেছে । ফাইনাল খেলায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে চির সবুজ সংঘ, দোহার ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উদ্বোধনী ও সমাপনী  অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার,ঢাকা জনাব সুমন কুমার মিত্র।

 

সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃআব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলরুবা ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো আজিজুল হক সহ আমন্ত্রিত অতিথিরা।

জেলা ক্রীড়া অফিসার জানান

এ টুর্নামেন্ট হতে প্রতিভাবান ৪০ জন  খেলোয়াড়দেরকে বাছাই করে  মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে  ।  তাছাড়া এ টুর্নামেন্টের পরবর্তী ধাপ হিসেবে প্রতিভাবান খেলোয়াড়েরা ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে  ও বীচ ফরটবল টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পাবে

মূলত তৃণমূল পর্যায়  থেকে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াদের পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে আমাদের এ আয়োজন।