October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 7th, 2025, 8:09 pm

ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন।

সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। এতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজন পরিচালক মনোনয়ন দেয়। পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে তাকে সভাপতি নির্বাচিত করতে ক্রীড়া উপদেষ্টার ‘স্বেচ্ছাচারী আচরণ’ ছিল বলে অভিযোগ করেছেন আমিনুল হক।

মঙ্গলবার (৭ অক্টোবর) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমিনুল বলেন,

“বিসিবি নির্বাচন নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি সম্পৃক্ততা। তার হস্তক্ষেপের একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। অনেক কাউন্সিলর আমাকে জানিয়েছেন, তাদের ডেকে নিয়ে ভোটের বিষয়ে চাপ দেওয়া হয়েছে, এমনকি হুমকিও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, আমার কাছে তথ্য আছে যে নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক যে বোর্ড পরিচালকের পদেও টাকা লেনদেনের বিষয় যুক্ত হচ্ছে। এতে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়। আমি বিশ্বাস করি, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের প্রকৃত ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া সংগঠকেরা সহজে মেনে নেবেন না।”

এনএনবাংলা/