ইসলাম ডেস্ক
দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলার ক্ষমা ও নিরাপত্তা ইমানের পর সবচেয়ে বড় নেয়ামত। নবিজি (সা.) আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করো। ইমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি। (সুনানে তিরমিজি)
আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এসে বললো, হে আল্লাহর রাসুল! কোন দোয়া সর্বোত্তম? তিনি বললেন, আপনার রবের কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করুন। দ্বিতীয় দিনও ওই ব্যক্তি তার কাছে এসে বললো, হে আল্লাহর রাসুল! কেন দোয়া সর্বোত্তম? তিনি বললেন, আপনার রবের কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করুন। তৃতীয় দিন আবার ওই ব্যক্তি তার কাছে এসে বললো, হে আল্লাহর নবি! কোন্ দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সাফল্য লাভ করলে। (সুনানে ইবনে মাজা)
ক্ষমা ও নিরাপত্তা চেয়ে নবিজির (সা.) দুটি দোয়া
১. আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বান্দা যত দোয়া করে তার মধ্যে সর্বোত্তম দোয়া হলো,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা করি। (সুনানে ইবনে মাজা)
২. আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতি সকালে ও সন্ধ্যায় এই দোয়া পড়তেন,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي. اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাতি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাজনি মিম্বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি। ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ! আমি আপনার কাছে আমার দ্বীন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটি গোপন করুন এবং আমাকে সকল আতঙ্ক থেকে নিরাপদ করুন। হে আল্লাহ! আপনি আমাকে আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাঁ দিক থেকে এবং আমার ওপর থেকে রক্ষা করুন। আর আমি আপনার মহত্ত্বের আশ্রয় চাই, যেন আমাকে আমার নিচ থেকে ধ্বসিয়ে দেয়া না হয়। (সুনানে আবু দাউদ)
আরও পড়ুন
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন
সিআইডির মানি লন্ডারিং মামলা:ই-কমার্স তদন্তে শুরু আছে, শেষ নেই