অনলাইন ডেস্ক :
গত সোমবার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে উঠে অভিনেতা ক্রিস রকের মুখম-লে আঘাত করেছেন আরেক অভিনেতা উইল স্মিথ। এনিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। কেউ নিচ্ছেন ক্রিসের পক্ষ, আবার কেউ স্মিথের। তবে শেষমেশ ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চেয়েছেন স্মিথ। ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে স্মিথ বলেছেন, তার আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য এবং অমার্জনীয়’। এক বিবৃতিতে স্মিথ লিখেছেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইতে চাই, ক্রিস, আমি সীমার বাইরে এবং ভুল ছিলাম।’ গতকালের ঘটনার পর স্মিথের ওপর নিন্দা জানান অস্কার ফিল্ম অ্যাকাডেমি। এর পরই মঙ্গলবার (২৯ মার্চ) স্মিথের কাছ থেকে এমন ঘোষণা এলো। নিজের ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে উইল স্মিথ বলেন, ‘সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। স্মিথ এবারে সেরা অভিনেতার অস্কারও জিতেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) অন্য একটি ক্যাটাগরির অস্কার হস্তান্তরের সময় ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে একটি রসিকতা করার পরেই এই কা- করে বসেন এই হলিউড তারকা। পিঙ্কেট স্মিথের কামানো মাথাকে ইঙ্গিত করে ক্রিস রক বলেছিলেন, ‘জেডা, জিআই জেন টু-এর জন্য আমার আর তর সইছে না’। ক্রিস রক মূলত ১৯৯৭ সালের ছায়াছবি জিআই জেন-এর প্রসঙ্গ টেনেছিলেন, যেখানে অভিনেত্রী ডেমি মুরের চুল খুব ছোট করে ছাঁটা ছিল। এই রসিকতার পরেই উইল স্মিথ মঞ্চে উঠে যান এবং ক্রিস রককে চড় মেরে বসেন। নিজের আসনে ফিরে আসার সময়ে উইল স্মিথ চিৎকার করে বলছিলেন, ‘তোমার …(প্রকাশে অযোগ্য গালি) মুখ থেকে আমার স্ত্রীর নাম উচ্চারণ করা বন্ধ রাখো’। বিবিসি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব