অনলাইন ডেস্ক :
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন। লিজ ট্রাস বলেছেন, আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে সেজন্য দুঃখিত। বিবিসি জানিয়েছে, লিজ ট্রাস পদত্যাগ করতে চান না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, আমি কাজ করতে চেয়েছিলাম। করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এরইমধ্যে অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন ট্রাস। এসব পদক্ষেপ তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে। বর্তমানে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। অবশ্য ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেনে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন। লিজ ট্রাস বলেছেন, ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে এটি অর্জন করতে যে এখন আরও বেশি সময় লাগবে, সেটাও স্বীকার করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যেসব ভুল হয়েছে সেজন্য তিনি দুঃখিত। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন তার কাছে সবেচেয় অগ্রাধিকার পাবে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
ঢাউস কেক কাটলেন, তলোয়ার হাতে গানের তালে নাচলেন ট্রাম্প ও মেলানিয়া
ট্রাম্পের সিদ্ধান্তে অভিবাসীদের কান্না
দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের