অনলাইন ডেস্ক :
তিনি বার্সেলোনা ছাড়তে চাননি। সাইড বেঞ্চের খেলোয়াড় হিসেবেও থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সা কোচ রোনাল্ড কোম্যান তাকে তাড়াতে ব্যস্ত হয়ে ওঠেন। যেন লুইস সুয়ারেসকে তাড়িয়ে দিলেই বার্সা একের পর এক শিরোপা জিতবে। কোম্যানের চোখে ‘বুড়ো হয়ে যাওয়া’ সুয়ারেস এখন আতলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন। আর কোম্যান হয়ে উঠেছেন বার্সা সমর্থকদের চোখের বিষ! তার নিজের চাকরিও এখন যাওয়ার পথে। চোখের জলে বার্সা ছেড়েছিলেন সুয়ারেস। কিন্তু বার্সা সমর্থকেরা তাদের প্রিয় তারকাকে ভুলে যাননি। গতকাল রাতেও ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ। ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেছেন সুয়ারেস নিজে। ম্যাচের আগেই এই উরুগুয়ের সুপারস্টার বলেছিলেন, বার্সার বিপক্ষে ম্যাচে তিনি অবশ্যই গোল পাবেন। তবে বার্সা সমর্থকদের সম্মান জানিয়ে তিনি সেই গোল উদযাপন করবেন না। কথা রেখেছেন সুয়ারেস। ৪৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেই দুহাত জোড় করে বার্সেলোনার সমর্থকদের উদ্দেশে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন। যেন গোলটি করে তিনি বার্সা সমর্থকদের কাছে লজ্জিত। সুয়ারেসের এমন ভঙ্গিমা দেখে বার্সা সমর্থকদেরও হয়তো চোখ ভিজেছে। তবে রোনাল্ড কোম্যানকে ছাড় দেননি সুয়ারেস। গোল করার পর তিনি কানে হাত দিয়ে ফোন করার ভঙ্গি করেন। এই কোম্যানই তো ফোন করে তাকে বলেছিলেন, ‘তুমি বুড়ো হয়ে গেছ। তুমি আমাদের ভাবনায় নেই।’ যদিও সুয়ারেসের দাবি, তিনি কোম্যানের উদ্দেশ্যে এটা করেননি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর