অনলাইন ডেস্ক :
উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। দেশটি তার নিজস্ব শক্তিমত্তা প্রদর্শনে এ ধরনের কর্মকান্ড প্রায়ই দেখিয়ে থাকে; কিন্তু এবারে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে সর্বোচ্চ নেতা কিম জং উনের হলিউডের নায়কের স্টাইলে আসাকে অনেকেরই নজর কেড়েছে। গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় দেশটি। কিম জং উনের পোশাক ও তার অঙ্গভঙ্গির কারণে বিশ্বের অনেকের কাছে এটি মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় টেলিভিশনেও এটি বিশেষ কায়দায় প্রচার করা হয়। সংগত কারণেই কৌতূহুলী মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আরও একটি বিষয় সংবাদ প্রচারের সময় বিজয়ী সুরের পরিবর্তে হলিউডের চলচ্চিত্রের অনুকরণ করা হয়, যেমনটা আগে কোরীয়রা কখোনোই দেখেননি। লেদার জ্যাকেট পরিহিত কিম জং উন, চোখে কালো চশমা; ভিডিও ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ডে নাটকীয় সংগীত সবকিছুই ছিল এতে। দর্শকরা ১৫ মিনিট ধরে ভিডিও ইফেক্ট, পরিকল্পিত মঞ্চায়ন এবং কিম জং উনের চশমা সরোনার দৃশ্য দেখেছেন। চশমা সরিয়ে যেন কিম বলছিলেন, ‘চালিয়ে যাও’।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের