অনলাইন ডেস্ক :
তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’। আর এতে প্রধান নারী চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন শবনম বুবলী। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবির মাধ্যমে চন্দন-বুবলী প্রথম কাজ করতে যাচ্ছেন একসঙ্গে। ছবিতে নায়ক চরিত্রে কে থাকছেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। সাইফ চন্দন বলেন, ‘ছবির গল্প ও চরিত্র শুনে ছবিটির প্রতি বুবলী যে আগ্রহ দেখিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট। আমরা চুক্তিবদ্ধ হলাম। আশা করছি ভালোভাবেই কাজটি হবে। আমার পরিকল্পনা রয়েছে একেবারে নতুন গেটআপে বুবলীকে তুলে ধরার।’ এদিকে বুবলী বলেন, ‘আমি এক্সাইটেড চরিত্রটা নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র এটি।’ শিগগিরই নায়ক চূড়ান্ত করে ‘কয়লা’র শুটিং শুরু হবে বলে জানালো প্রযোজনা প্রতিষ্ঠান সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল। সাইফ চন্দন এর আগে বানিয়েছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’, ‘ওস্তাদ’ ও ‘টার্গেট’।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই