November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 3:00 pm

খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশি-বিদেশি প্রথিতযশা আলেম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতেও অনুষ্ঠানস্থল হয়ে ওঠে জমজমাট।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেলা ১১টার দিকে একে একে মঞ্চে আসেন তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঠিক সকাল ১১টা নাগাদ মঞ্চে প্রথমে উঠে আসেন হেফাজতে ইসলামের আমির হযরত শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এরপর যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সর্বশেষ মঞ্চে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (চরমোনাই পীর)। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি সামনে রেখে আয়োজন করা এ মহাসম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।

তিনি আরও জানান, বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন— পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

এনএনবাংলা/