January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:03 pm

খলনায়ক চরিত্রে হাজির হলেন জিৎ

অনলাইন ডেস্ক :

পূজাতে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা জিৎ এর ‘বাজি’ সিনেমা। জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এরইমধ্যে নিজের আগাম সিনেমা ‘রাবণ’ এর পোস্টার শেয়ার করলেন জিৎ। পোস্টারে জিৎ এর লুক দেখেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার কি খলনায়কের চরিত্রে দেখা যাবে জিৎকে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। লম্বা চুল, মোচা গোঁফ, একগাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল। পোস্টারে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা হিং¯্র হতে চলেছে এই চরিত্র। এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ অনেক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। কিন্তু নেগেটিভ চরিত্রে এখনও বড়পর্দায় দেখা যায়নি তাকে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।