খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দলের এক নেতাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আংথোই মারমা আগুন (৫২) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুইমারা ইউনিটের সদস্য।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, অংথোই মারমা সাংগঠনিক কাজে যাওয়ার সময় একদল সশস্ত্র লোক তাকে গুলি করে হত্যা করে।
ওসি রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে অস্ট্রেলিয়া: আমীর খসরু